নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুর থেকে ঢাকা অভিমুখে একক পদযাত্রায় নেমেছেন রাশেদা খাতুন রাশু (৩৭) নামে এক গৃহবধূ।
রোববার সকালে ১০টায় তিনি জামালপুর থেকে রওনা দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সোমবার বিকেল ৪টার দিকে) তিনি টাঙ্গাইলের মধুপুরে অবস্থান করছিলেন।
রাশুর বাড়ি জামালপুর শহরের নয়াপাড়া এলাকায়। তার স্বামী শওকত আলী একটি দোকানে কাজ করেন। দুই মেয়ে নিয়ে পরিবারের সদস্য সংখ্যা চারজন। নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে কষ্ট হওয়ায় তিনি এমন ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন।
রাশু জানান, রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে অবস্থান নিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণের চেষ্টা করবেন।
রাশুর একক পদযাত্রায় সাধারণ মানুষও একাত্বতা প্রকাশ করছেন। তার যাত্রা পথে অনেকই তার সঙ্গে প্রতিবাদে অংশ নিচ্ছেন।
এ নিয়ে রাশু মোবাইল ফোনে নিউজবংলাকে বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমার স্বামীর অল্প আয়ের সংসারে অনেক কষ্ট করে চলতে হচ্ছে। বেঁচে থাকার অধিকার আমারও আছে। আমার মতো দেশের বেশিরভাগ মানুষ এ পরিস্থিতিতে পড়েছে। তাই প্রতিবাদ জানাতে আমি জামালপুর থেকে ঢাকা অভিমুখে একক পদযাত্রায় নেমেছি।