বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিভেছে গুলশানের ভবনের আগুন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৯

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিউজবাংলাকে জানান, ১২ তলা ভবনের সপ্তম তলা থেকে ছড়িয়ে পড়া আগুন নির্বাপণ করা হয়েছে।

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ভবনে রোববার সন্ধ্যায় লাগা আগুন নিভে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিউজবাংলাকে জানান, ১২ তলা ভবনের সপ্তম তলা থেকে ছড়িয়ে পড়া আগুন নির্বাপণ করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ শিগগিরই জানানো হবে।

গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১২ তলা একটি ভবনের সপ্তম তলায় রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে বাহিনীর ১৯টি ইউনিট।

আগুনে আনোয়ার হোসেন নামের এক বাবুর্চির মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন রোববার রাতে ব্রিফিংয়ে বলেন, ‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ২২ জনকে উদ্ধার করেছি।

‘তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজন মারা গেছেন।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আল মাসুদ চৌধুরী বলেন, ‘আগুন লাগার ১৮-১৯ মিনিটের মাথায় আমরা খবর পেয়েছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ১৯টি ইউনিট কাজ শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর