মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাকা ঠিক করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা সেতুর ঢালে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী নিহত ট্রাক চালকের নাম শহিদুল ইসলাম বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ছিলেন। ৫০ বছরের আহত হেলপারের নাম জাকির হোসেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন ট্রাকচালক শহীদুল। পথে সোমবার সকালে সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশের জামালদী এলাকায় মেঘনা সেতুর ঢালে তার ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়।
ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের চেষ্টা করছিলেন তিনি এবং হেলপার জাকির হোসেন। এমন সময় ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হেলপার জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম বলেন, ‘ট্রাক চালকের মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ড ভ্যান ও ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।’