মাদারীপুর সদরে রিভলবারের বাট দিয়ে আঘাত করে নারীর মাথা ফাটিয়ে দিয়েছেন এক পুলিশ সদস্য।
মাদারীপুর শিল্প-সংস্কৃতি ও বাণিজ্যমেলায় গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
ওই ঘটনাটির ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আহত ৩৫ বছর বয়সী ওই নারীর নাম সাদিয়া ইসলাম। তিনি জেলার ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা।
ভিডিওতে দেখা যায়, জনাকীর্ণ মাঠে রক্তাক্ত অবস্থায় এক নারী চিৎকার করছেন। তাকে ঘিরে আছেন অনেক মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় শিশুদের চড়ার জন্য নৌকার দোলনায় ওঠা নিয়ে ওই নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দেহরক্ষী পুলিশ কনস্টেবল মো. ইব্রাহিম। একপর্যায়ে ইব্রাহিম তার কোমরে থাকা রিভলবারের বাট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করেন। ওই সময় নারীর হাতে থাকা মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেন ইব্রাহিম।
ওই নারীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ না দিলেও অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন জানান, ঘটনার সঠিক তদন্ত হবে এবং অভিযুক্ত দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।