রাজধানীর গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনে রোববার সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় লাফিয়ে পড়ে প্রাণ হারানো ব্যক্তির পরিচয় মিলেছে।
ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি পেশায় বাবুর্চি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বহুতল ভবনটির সপ্তম তলায় রোববার সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে বাহিনীর ১৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন রোববার রাতে ব্রিফিংয়ে বলেন, ‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ২২ জনকে উদ্ধার করেছি। তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজন মারা গেছেন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আল মাসুদ চৌধুরী বলেন, ‘আগুন লাগার ১৮-১৯ মিনিটের মাথায় আমরা খবর পেয়েছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ১৯টি ইউনিট কাজ শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’