বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সাড়ে ৬শ’ নেতাকর্মীর আগাম জামিন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:১৯

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিউজবাংলাকে বলেন, ‘১১ ফেব্রুয়ারি বিএনপি ইউনিয়ন পদযাত্রা করার সময় বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে অসংখ্য মামলা হয়। এর মধ্যে ১৪টিতে ৭২টি জামিন আবেদন ছিল, যাতে আসামির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। তাদের পক্ষে জামিন আবেদন করলে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’

পদযাত্রা কর্মসূচি পালনকালে নাশকতার অভিযোগে দেশের ৯ জেলায় ১৪ মামলায় বিএনপির সাড়ে ৬শ’ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও ফজলুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন, শফিউল আলম মাহমুদ, রুকনুজ্জামান সুজা, আবিদুর রহমানসহ অনেকে।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, মো. শাহনেওয়াজ ও আনিসুর রহমান।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিউজবাংলাকে বলেন, ‘তৃণমূল পর্যায়ে ১১ ফেব্রুয়ারি বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করে। সে সময় দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে অসংখ্য মামলা হয়।

এসব মামলার মধ্যে ১৪টিতে ৭২টি জামিন আবেদন ছিল, যাতে আসামির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। এর মধ্যে আমার কাছে ছিল সাড়ে ৫শ’ মতো। তাদের পক্ষে আমরা আগাম জামিন চেয়ে শুনানি করি। আদালত শুনানি নিয়ে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।’

মামলা থেকে জানা যায়, বিএনপি ও সমমনা অন্যান্য রাজনৈতিক দল সম্প্রতি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে। ওইসব কর্মসূচিতে পুলিশের কর্তব্য কাজে বাধা এবং নাশকতার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা শতাধিক মামলা করেন।

ময়মনসিংহ, নেত্রকোণা, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, চট্টগ্রাম, কক্সবাজার ও জামালপুর জেলার বিভিন্ন থানায় হওয়া এসব মামলায় বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি বিভাগীয় সমাবেশ, বিক্ষোভ, গণঅবস্থান ও গণমিছিল কর্মসূচি পালন করেছে। এর ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালন করা হয়। ওইদিন পদযাত্রার কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা শতাধিক মামলা করেন।

এ বিভাগের আরো খবর