রাজধানীর গুলশান ২-এ একটি ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ফায়ার সার্ভিস ১৯টি ইউনিটের সঙ্গে বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর রোববার ১১টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০ টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, ভবনটি থেকে আতঙ্কে লাফিয়ে পড়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহের কোথাও আগুনে পোড়ার চিহ্ন নেই। তবে মরদেহটি থেঁতলে গেছে ।
নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ২২ জনকে উদ্ধার করেছি। তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজন মারা গেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আল মাসুদ চৌধুরী বলেন, আগুন লাগার ১৮-১৯ মিনিটের মাথায় আমরা খবর পেয়েছি। ১০ মিনিটের মধ্যে আমাদের ১৯ টি ইউনিট কাজ শুরু করেছে। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।