বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • প্রতিনিধি, শেরপুর   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৬

ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত বিল্লালের। গত ৮ ফেব্রুয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল তার ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী বাধা দিলে পরে তার হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান বিল্লাল।

শেরপুরের সদর উপজেলায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিল্লাল মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবক ভুক্তভোগীর দুঃসম্পর্কের চাচা হন।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওইদিন জেলা সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত বিল্লাল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. লালু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

কিশোরীর পরিবারের ভাষ্য, ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নানা জায়গায় ঘোরাফেরা শুরু করেন বিল্লাল। গত ৮ ফেব্রুয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে অভিযুক্ত তার ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালান। এসময় ওই কিশোরী বাধা দিলে পরে তার হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান বিল্লাল। পরে কিশোরীর মা বাড়ি ফিরলে এ ঘটনা জানতে পারেন।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, অভিযোগ পাওয়ার পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের আরো খবর