পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের চেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি এসেছেন দেশের মানুষের কল্যাণে কাজ করতে।
রাজধানীতে ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় বিস্তৃত মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কালশী বালুর মাঠে রোববার সকালে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে ফ্লাইওভারটি উদ্বোধন করেন সরকারপ্রধান।
ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণ হয়েছে।
এ প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।
এ উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অবকাঠামো উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু ধ্বংসপ্রাপ্ত সেতুগুলো মেরামত করে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলেন। তার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার অনেক সেতু নির্মাণ করে যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটিয়েছে।
বক্তব্যে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ; সেটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন। আমাদের ওপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, সেখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি। নিজের ভাগ্য গড়ার জন্য না; দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। সেটাই আমার লক্ষ্য।
‘আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমার নেই। সেই শিক্ষা বাবা-মা আমাদেরকে দেয় নাই।’
তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে যে দুর্নীতি হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে করব না; নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব, সেই প্রতিজ্ঞা করেছিলাম। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের প্রতি; ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এ দেশের মানুষকে। সাধারণ মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। অনেক হোমড়া-চোমড়া ব্যক্তি ছিল না, কিন্তু সাধারণ মানুষ আমার পাশে ছিলেন।
‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশ পারে। আমরা ইচ্ছা করলে পারি।’