বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

  • প্রতিবেদক, রংপুর   
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:২২

বিএনপি থেকে বেরিয়ে এসে উকিল আব্দুস সাত্তারের এমপি হওয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে এমন শত শত উকিল আব্দুস সাত্তার তৈরি হয়ে আছে নির্বাচনে অংশ নেয়ার জন্য।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজনীতিতে যেসব দলের কোনো খবর ও নাম-ঠিকানা নেই, সভাপতি আছে তো সম্পাদক নেই আবার সম্পাদক আছে তো সভাপতি নেই, সেসব রাজনীতির টোকাইকে নিয়ে জোট করেছে বিএনপি।’

শনিবার রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ডান-বাম, অতিডান-অতিবাম, তালেবান সবাইকে নিয়ে জোট করে মাত্র ৬টি আসন পেয়েছিল বিএনপি। এবার তাদের সেই ২২ দলীয় জোট ভেঙে দিয়ে করল ১২ দলীয় জোট। তারপর নামসর্বস্ব রাজনীতির ‘টোকাই’দের নিয়ে করেছে ৩৪ দলীয় জোট। সামনে ৩৪ দলীয় জোটের ২৪ জন, মঞ্চে ১৬ নেতা আর ১০০ জন সাংবাদিক- এই হচ্ছে তাদের সভা-সমাবেশ। তাদের যে নির্বাচনে কোনো সম্ভাবনা নেই তা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগে না।’

বিএনপি থেকে বেরিয়ে এসে উকিল আব্দুস সাত্তারের এমপি হওয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা আগামী নির্বাচনে অংশ না নিলে শত শত উকিল আব্দুস সাত্তার তৈরি হয়ে আছে নির্বাচনে অংশ নেয়ার জন্য।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আবারও সারা দেশে আগুন-সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। বিএনপি বিষধর সাপ। তারা এখন পদযাত্রার নামে দম নিচ্ছে, সুযোগ পেলেই ছোবল দেবে। তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টা করে বলেই আমাদের শান্তি সমাবেশ।’

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম, রংপুর ২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাদত হোসেন বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো খবর