নেত্রকোণার মোহনগঞ্জে অটোরিকশা চালককে নির্যাতনের দৃশ্য ভাইরাল হওয়ার পর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোনাহার হোসেনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
নির্যাতনের শিকার অটোরিকশা চালকের নাম মন্তু মিয়া। তার বাড়ি উপজেলার নওহাল গ্রামে। আর এসআই মোনাহার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
শনিবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান অভিযুক্ত এসআই মোনাহারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা সদরের স্টেশন রোডে চালক মন্তু মিয়া তার অটোরিকশা ঘুরানোর সময় এসআই মোনাহারের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় এসআই অটোচালক মন্তুকে অনবরত কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে অটোর থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন। উপস্থিত লোকজন অনেক চেষ্টা করেও তাকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়।
পরদিন এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
শুক্রবার জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণ হলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’