রাজধানীর পল্লবীর পর মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হয়েছে।
উত্তরায় শনিবার সকাল ৮টায় স্টেশনটির মূল গেট খুলে দেয়া হয়।
এর মধ্য দিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী, উত্তরা, পল্লবী ও আগারগাঁও স্টেশনে ট্রেনে ওঠানামার সুযোগ সৃষ্টি হলো যাত্রীদের।
কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা মার্চ মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হবে। ২৬ মার্চের মধ্যে পর্যায়ক্রমে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন যাত্রী ওঠানামার জন্য খুলে দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের উদ্বোধন করেন। মেট্রো ট্রেনে সাধারণ যাত্রী চলাচল শুরু হয় ২৯ ডিসেম্বর।
শুরুর দিকে দৈনিক সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলত মেট্রো ট্রেন। ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হওয়ার পর ট্রেনের সূচি পরিবর্তন করে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করা হয়।
চলতি বছরের ডিসেম্বরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।