মাদারীপুরে ড্রামট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা যুবক নিহত হয়েছেন।
মাদারীপুরের শিবচর হাইওয়েতে শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ৩২ বছর বয়সী সাইং বিন ।
আহত সাইংকে হাসপাতালে নিয়ে আসা চায়না পদ্মা রেল প্রজেক্টের দোভাষী মোহাম্মদ রনি বলেন, শনিবার সকালে ফরিদপুর ভাঙ্গা অস্থায়ী ক্যাম্প থেকে সাইং পিকআপ ভ্যান নিয়ে পদ্মা রেলওয়ে সার্ভেয়ারের কাজে যাবার সময় পথের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ড্রামট্রাকটি আমাদের পদ্মা রেলওয়ে প্রজেক্টের ছিল। এ দুর্ঘটনায় আরও তিনজন বাংলাদেশি কর্মী আহত হন।’
তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল শিবচর আড়িয়ালখাঁ ব্রিজ সংলগ্ন হাইওয়ে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার সোয়া দশটার দিকে তাকে মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।