বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যানসারের চিকিৎসায় কলকাতা গিয়ে প্রতারকের খপ্পরে দম্পতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫৯

পুলিশ জানিয়েছে, নিজামুদ্দিন তার স্ত্রীর সঙ্গে গত বছর কলকাতায় যান। সেখানে তারা নিউটাউনের বাসিন্দা শিপন কুমার বসুর সঙ্গে যোগাযোগ করেন।

বাংলাদেশ থেকে ক্যানসার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক দম্পতি।

কলকাতার নিউটাউনের এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে তাদের ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ঢাকার বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন প্রতারণার ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। অনিশ্চয়তায় পড়েছে তার স্ত্রীর চিকিৎসা।

পুলিশ জানিয়েছে, নিজামুদ্দিন তার স্ত্রীর সঙ্গে গত বছর কলকাতায় যান। সেখানে তারা নিউটাউনের বাসিন্দা শিপন কুমার বসুর সঙ্গে যোগাযোগ করেন।

জানা গেছে, শিপন কুমার একটি ধর্মীয় সংগঠন চালান। নিউটাউনের একটি আবাসনে তিনি থাকেন। তিনি নিজামুদ্দিনের স্ত্রীর ক্যানসারের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে হিসেবে ১০ লাখ টাকা নিয়েছিলেন ওই দম্পতির কাছ থেকে।

কিন্তু ওই দম্পতি কলকাতায় যাওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শিপন। এ ঘটনায় নিউটাউন থানায় অভিযোগ করেন ওই দম্পতি। নিউটাউন পুলিশের কর্মকর্তারা মঙ্গলবার প্রতারণার অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছেন।

নিজামুদ্দিন জানান, স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য গত বছরের মে মাসে কলকাতায় যান তারা। বাংলাদেশের এক বন্ধু সূত্রে শিপনের সঙ্গে তার পরিচয় হয়। শিপন তার স্ত্রীর চিকিৎসা এবং নিউটাউন গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করার জন্য অনেক সাহায্য করেছিলেন। তাকে বিশ্বাস করে চিকিৎসার সুবিধার জন্য তার অ্যাকাউন্টে ৮ লাখ টাকা পাঠিয়েছিলেন তিনি।

পরে নিজামুদ্দিনের কাছ থেকে আরও দুই লাখ ৮০ হাজার টাকা নেন শিপন। কিন্তু তার মধ্যে মাত্র ৮০ হাজার টাকা ফেরত দেন তিনি। তিনি বাকি টাকা আর ফেরত দেননি।

নিজামুদ্দিন জানান, সেই সময় স্ত্রীকে নিয়ে তিনি বাংলাদেশের ফিরে আসেন। পরে অক্টোবরে আবার তিনি কলকাতায় যান। কিন্তু কোনোভাবেই তিনি শিপনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাননি।

অবশেষে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগের তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ বিভাগের আরো খবর