বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানার চারপাশে শাকসবজি-মাছ চাষ

  • প্রতিনিধি, খাগড়াছড়ি   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১০

রামগড় থানার ওসি মিজানুর রহমান জানান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হকের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় থানার পরিত্যক্ত ভূমিতে শাকসবজি, ফলমূল ও মাছ চাষ শুরু করা হয়েছে।

খাগড়াছড়ির রামগড় থানা কমপ্লেক্সের চারপাশের পতিত জমিতে বিভিন্ন প্রকারের শাকসবজি, ফুল ও ফল বাগান তৈরি করেছেন ওসি মিজানুর রহমান। একইসঙ্গে থানার মালিকানাধীন পুকুরে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।

সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকার পাশাপাশি ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করায় উপজেলাজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন ওসি মিজানুর রহমান।

রামগড় থানার আশেপাশে ঘুরে দেখা যায়, থানার আঙিনার পতিত জমিতে শাকসবজি, ফল, ফুলের বাগান ও মাছ চাষ করা হচ্ছে। এতে করে পাল্টে যাচ্ছে থানার আশেপাশের চিত্র, চাহিদার জোগান হচ্ছে শাক-সবজি ও ফলমূলের।

ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে স্থানীয় ব্যবসায়ী মো. আবদুল করিম বলেন, ‘ওসির এমন উদ্যোগে থানা কমপ্লেক্সের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি খাবারে বৃদ্ধি পাবে আত্মতৃপ্তি ও রুচিশীলতা।’

স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা বলেন,’ ওসির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে থানার আশেপাশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।’

রামগড় থানার উপপরিদর্শক ইরফান উদ্দিন জানান, থানা কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সতেজ ও কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করা হচ্ছে।

ওসি মিজানুর রহমান জানান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হকের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় থানার পরিত্যক্ত ভূমিতে শাকসবজি, ফলমূল ও মাছ চাষ শুরু করা হয়েছে।

এ বিভাগের আরো খবর