বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল রোহিঙ্গা নারীর

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫০

উখিয়া থানার ওসি আলী বলেন, ‘ঘাতক আরফাতকে ধরতে কাজ চলছে। কেন নুর কায়েসকে গুলি করা হলো তার তদন্ত করা হচ্ছে।’

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

নিহত ২৫ বছর বয়সী নুর কায়েস বেগম বালুখালী ক্যাম্প ৮/ইস্টের বি/৭৫ ব্লকের বাসিন্দা নজুম উদ্দিনের স্ত্রী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ক্যাম্পে এসে নুর কায়েসকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় আরফাত হোসেন নামে এক যুবক। ওই সময় মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয় ওই রোহিঙ্গা নারী। তাকে দ্রুত উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আলী বলেন, ‘ঘাতক আরফাতকে ধরতে কাজ চলছে। কেন নুর কায়েসকে গুলি করা হলো তার তদন্ত করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর