বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে বৈবাহিক অবস্থা জানাতে বাধ্য করা যাবে না

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৯

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কাউকে বৈবাহিক অবস্থার তথ্য জানাতে বাধ্য করা যাবে না। এ বিষয়ে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তখন হয়তো আরও বিস্তারিত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থার তথ্য জানতে কাউকে বাধ্য করা যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কাউকে বৈবাহিক অবস্থার তথ্য জানাতে বাধ্য করা যাবে না। এ বিষয়ে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তখন হয়তো আরও বিস্তারিত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা চাওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর রুল জারি করেছিল হাইকোর্ট।

বৃহস্পতিবার আদালত একইসঙ্গে ধর্ষণের পর সন্তানধারণকারী এক মেয়েকে রাজশাহী সরকারি নার্সিং কলেজে ভর্তি করতে নির্দেশ দিয়েছে; যার ভর্তিতে স্বামী পরিত্যক্তা লিখতে হবে বলে জনিয়েছিল নার্সিং কলেজ।

তখন শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, আইন সচিব, নারী ও শিশু সচিব, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়।

এ বিভাগের আরো খবর