ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি রঞ্জন জানান, আজিমনগর রেল স্টেশনে রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মে উঠছিলেন রানা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৪ বছর বয়সী রানা হোসেন উপজেলার সাতপুকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিহির রঞ্জন দেব নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজিমনগর রেল স্টেশনে রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মে উঠছিলেন রানা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।