গাজীপুর মহানগরীর সালনায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর আদালতের মাধ্যমে বুধবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কলেজ অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে সদর থানার উপপরিদর্শক উৎপল থানায় মামলা করেন। এ মামলায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাছরিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে মঙ্গলবার সকালে স্কুলের ভেতরে বহিরাগত লোকজন দিয়ে কলেজ শাখার কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। একই দাবিতে গত ৬ ফেব্রুয়ারিও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছিল।