নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামে বুধবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী আপেল আহমেদ উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের আনসার আলীর ছেলে। আহত হয়েছেন ১৪ বছর বয়সী মেহেদী হাসান ও ২৫ বছর বয়সী জিল্লুর রহমান। তারা একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, নাজিরপুর বাজার থেকে আপেল ও তার দুই প্রতিবেশী মেহেদী ও জিল্লুর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বেড়গঙ্গারামপুর এলাকায় পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাইকচালক আপেলের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় মেহেদী ও জিল্লুর। স্থানীয়রা দুইজনকে রাজশাহী মেডিক্যালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় আপেলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।