বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের অভিযোগ নিয়ে হিরো আলম এবার সুজন-এ

  • প্রতিনিধি, বগুড়া   
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৭

সুজনের বগুড়া জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন লিখিত অভিযোগ গ্রহণ করে বলেন, ‘আমরা ভোট নিয়ে কাজ করি। হিরো আলম ভোট নিয়ে কিছু অভিযোগ করেছেন। তিনি কী কী ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেগুলো আমরা পর্যালোচনা করব।’ 

বগুড়ার উপনির্বাচনে অনিয়ম হওয়ার দাবি তুলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির কাছে অভিযোগ করেছেন আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম। সুজনের কেন্দ্রীয় কমিটি তার অভিযোগগুলো পর্যালোচনা করে মতামত দেবে।

বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে রোচাস রেস্টুরেন্টে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে লিখিতভাবে এই অভিযোগ দেন হিরো আলম।

তিনি বলেন, ‘সম্প্রতি আমি বগুড়া-৪ ও ৬ আসনে নির্বাচন করেছি। এর মধ্যে বগুড়া-৪ আসনে আপনারা সবাই জানেন আমি বিপুল ভোটে জয়লাভ করি। কিন্তু তারা আমার সব ফলাফল প্রকাশ না করে আমাকে পরাজিত ঘোষণা করে। এ বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও তাদের কোনো উত্তর পাইনি।’

এরপর সুজনের জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করেন হিরো আলম। তিনি বলেন, ‘সুজনের ভাইদের সঙ্গে যোগাযোগ করি। আমার একটা দাবি ছিল ৱযে সব কেন্দ্রের ফলাফল যেন প্রকাশ করা হয়। এই বিষয় নিয়ে সুজনের কাছে আমার অভিযোগসহ কাগজপত্র দিয়েছি। আমি কতখানি সফল হব জানি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ সময় সুজনের জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন এই লিখিত অভিযোগ গ্রহণ করেন।

তিনি বলেন, ‘আমরা ভোট নিয়ে কাজ করি। হিরো আলম ভোট নিয়ে কিছু অভিযোগ করেছেন। আজকে ওনার মুখ থেকে আমরা সেগুলো শুনবো। কী কী ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন হিরো আলম সেগুলো যাচাই করব। এ থেকে উত্তরণের চেষ্টা করা হবে, যেহেতু সামনে জাতীয় নির্বাচন আছে। জাতির জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তুহিন আরও বলেন, ‘হিরো আলমের অভিযোগ থেকে জাতিকে আমরা কোনো দিকনির্দেশনা দিতে পারি কিনা সে লক্ষ্যে আমরা অভিযোগগুলো শুনবো। তিনি যে কাগজপত্র দেবেন সেগুলো ঢাকায় পাঠিয়ে দেয়া হবে। কেন্দ্রীয়ভাবে সেগুলো পর্যালোচনা করে মতামত দেবে।

১ ফেব্রুয়ারি বগুড়ায় দুটি আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেন হিরো আলম। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেন তিনি।

এ বিভাগের আরো খবর