নারায়ণগঞ্জে একটি ইটভাটার অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইটখোলায় বসবাস করা শ্রমিকদের অর্ধশতাধিক খুপড়ি ঘর পুড়ে গেছে।
সদর উপজেলা ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাট এলাকায় এনবিএম নামরে ওই ইটভাটায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ৭ বছর বয়সী রোকেয়া হারুন অর রশিদের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তারা স্বামী-স্ত্রী দুজনই এনবিএম ইটভাটার শ্রমিক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইটভাটার শ্রমিকরা জানান, রাতে হঠাৎ খুপড়ি ঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার শতাধিক ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুনে নেভায়। এ সময় পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ভেতর থেকে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে অর্ধশতাধিক ঘর পুড়েছে। মৃত অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ভাটা শ্রমিক রোকেয়া ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘরগুলো বাঁশের তৈরি করায় আগুন দ্রুত একটি থেকে আরেকটায় ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।