কিশোরগঞ্জে এগারসিন্দুর গোধূলি ট্রেন ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন রেলওয়ে কর্মচারী জানান, রেলওয়ে স্টেশনের উত্তরপার্শ্বে একরামপুর থেকে ইঞ্জিন ঘোরানোর সময় স্টেশনের সিগনাল ছাড়াই চালক ইঞ্জিন চালু করে ফেলেন। এতে লাইনে পয়েন্ট না মেলায় চাকা ফেঁসে গিয়ে লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চালক এবং স্টেশন মাস্টার উভয়ের অবহেলা রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান নিউজবাংলাকে ঘটনার বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি রাত সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিশোরগঞ্জ স্টেশনে এসে যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি বলেন, ‘ট্রেনে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি। রিলিফ ট্রেন কল করা হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।’
এ ঘটনায় চালক এবং আপনার গাফিলতি রয়েছে কি না? এমন প্রশ্নে কোনো কথা বলেননি তিনি।