বিশ্ব ভালোবাসা দিবসে অনেকেই রিকশায় করে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন। কেউবা বেরিয়েছিলেন প্রিয়তমাকে নিয়ে। তবে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার দিবসটিকে পালন করলেন একটু ভিন্নভাবে। এদিন নিম্ন আয়ের মানুষজনকে নিজের ভালোবাসা বিলিয়ে দিয়েছেন তিনি ।
অধ্যক্ষ নার্গিস আক্তার মঙ্গলবার সকালে ফুল, মিষ্টি ও নগদ টাকা উপহার দিয়েছে কুমিল্লা নগরী নিম্ন আয়ের মানুষজনকে।
নগরীর কান্দিরপাড়ে জুতো সেলাই করেন কার্তিক দাশ। পরিবারের খাবারের খরচ নিয়ে চিন্তিত কার্তিকের তাকিয়ে থাকতে হয় মানুষের পায়ের দিকে। দিনভর যা আয় করেন তা দিয়ে কোনোরকমে চলে।কার্তিক বলেন, ‘মাইনষের মুখে হুনি বালোবাসা দিবস। এইডা আমি বুঝি না। আমার বউডারেও কোন দিন একটা ফুল দিছিনা। আইজ বাক্সডা লইয়া বইছি। আৎকা একটা মেডাম আইয়া আমার সামনে খাড়াইলো। আমি মনে করছি জুতাডি সেলাই করব। পরে দেহি আমারে ফুল দিছে মিষ্টি দিছে। খামো কইরা কয়ডা টেকাও দিছে। আইজকার দিনডা আমার মনে থাকব।’ ব্যতিক্রম এমন আয়োজনের বিষয়ে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ‘ভালোবাসা দিবসটা আসলে ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ না। এটা অবারিত। ভালোবাসায় থাকবে না শ্রেণি বৈষম্য। সবার জন্য সবার ভালোবাসা। সেই ধারণা থেকে আমি আমার প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে নগরীর বিভিন্ন সড়কে ও জনবহুল জায়গায় গিয়েছি। সেসব স্থানে নিম্ন আয়ের মানুষজনের সঙ্গে ভালোবাসা বিনিময় করেছি। ওই মানুষগুলোর মুখের হাসি ও দোয়া পেয়েছি।’