শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূ আজেদা বেগম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে মঙ্গলবার বিকেলে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার নজরুল শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, নজরুল তার দ্বিতীয় স্ত্রী আজেদাকে পারিবারিক কোন্দলের কারণে ২০০৮ সালের ২৩ মে বাবলকোনা গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে খুন করে পালিয়ে যান। এ ঘটনার পর ওইদিন রাতেই নিহত আজেদার ভাই সুজন রাজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামালা দায়ের করেন।
এরপর শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০২০ সালের ১৪ অক্টোবর আসামি নজরুলের অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। ঘটনারপর থেকে আসামি পরিচয় গোপন করে ঢাকার বাড্ডার একটি চায়ের দোকানে কাজ করতেন। পরে র্যাব-১৪ অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।