বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফরিদপুরে পিটুনিতে এক ব্যক্তি নিহত

  • প্রতিনিধি, ফরিদপুর   
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৫১

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী সামাদ সরদার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় নিহতের পরিবারের দাবি, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে একদল লোক ফসলি মাঠের মধ্যে সামাদকে নিয়ে পিটিয়ে ও আঘাত করে তাকে হত্যা করে।

তবে অপরপক্ষের দাবি, বিকেল হতেই সামাদকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছে। উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের মো. রবিন নামের অটোচালক অটো নিয়ে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায় সামাদ। অটোচালকের চিৎকার শুনে গ্রামবাসী চোরকে ধাওয়া করে ফসলি মাঠের মধ্যে গিয়ে সামাদকে ধরে ফলে পরবর্তীতে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সামাদের মৃত্যু হয়। অটোরিকশা চালক রবিন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সামাদ সরদারের ভাই লালন সরদার জানান, তার ভাই গত ১০ বছর যাবত ঢাকায় শনপাপড়ির বিক্রি করেন। রোববার রাতে ঘারুয়া বাসস্ট্যান্ডে নেমে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খামিনারবাগ মোল্যার মোড়ে এলে ঘারুয়ার ইমরান মোড়ল, শুভ কাজী, লিখন মোড়ল, আয়নাল শেখ, জাফর ও কুতুব শিকদার ফসলি মাঠের মধ্যে সামাদকে ডেকে নিয়ে তাকে হত্যা করে।ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর