নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে মো. শাহ আলম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শাহ আলম নরসিংদীর শিবপুর থানার কারার চরের জালাল মিয়ার ছেলে। তিনি একটি টায়ার ফ্যাক্টরির কর্মী ছিলেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে তিনি মারা যান।
মৃতের বাবা বলেন, গত ১০-১২ দিন ধরে আমার একমাত্র ছেলে শাহ আলম জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তার শরীরে জ্বর বেশি হওয়ায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ঢামেকে নিয়ে আসি। চিকিৎসক তার কতগুলো পরীক্ষা দেন রিপোর্টে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।