বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, শিক্ষক নিহত

  • প্রতিনিধি, দিনাজপুর   
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০২

কোতয়ালি থানার ওসি তানভীরুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী নিহত হন।

সদর উপজেলার ভবাইনগর পাঁচবাড়ী এলাকায় রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ৪৫ বছর বয়সী নুর ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বালাহাট এলাকার বাসিন্দা। সদর উপজেলার চকরামপুর মাদ্রাসার শিক্ষক তিনি।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের বরাতে তিনি জানান, ভবাইনগর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় নূর ইসলাম কাজ শেষে তার মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ভবাইনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান তিনি। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

ওসি তানভীরুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো খবর