খাবার না পেয়ে এক দোকানিকে পেটানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই দোকানির নাম মো. রাসেল। তিনি 'রাসেল ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউজ'-এর মালিক। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম ইছহাক আলম ফরহাদ। তিনি চবি শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক।
রাসেল বলেন,' দুপুরে ফরহাদ নামের একজন আমার দোকানে ভাত খেতে আসে। ওই সময় ভাত শেষ হওয়ায় আমি তাকে অপেক্ষা করতে বলি, কিন্তু দোকানে থাকা অন্য কাস্টমারকে এক্সট্রা(দ্বিতীয়বার) ভাত দেয়ায় সে আমাকে গালাগালি শুরু করে। এক পর্যায়ে আমাকে মারধর করে ও ময়লা পানি মেরে দেয়।'
তিনি বলেন, 'এখানে যে কাস্টমারগুলো ছিল, তাদের পরিমাণের ভাতই ছিল। তাই আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম।'
এ বিষয়ে অভিযুক্ত ইছহাক আলম ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,' খাবার খেতে যেয়ে শিক্ষার্থীদের সঙ্গে দোকানির একটু কথা কাটাকাটি হয়েছে। আমরা কথা বলেছি, মীমাংসা হয়েছে।'