সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
পশ্চিম সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম বলেন, ‘বাঘটি শরীরে পচন ধরেছিল। চামড়ার কিছু অংশও পোকা খেয়ে ফেলেছে। তাই ধারণা করা হচ্ছে, এক মাস বা তার বেশি সময় আগে বাঘটি মারা গেছে।’
মৃত্যুর কারণ হিসেবে বনবিভাগের এ কর্মকর্তা বলেন, ‘বাঘটির সামনের দুটি দাঁত নেই। ধারণা করা হচ্ছে, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তবে নমুনা সংগ্রহ করে ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বাঘটি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মরদেহটি মাটি চাপা দেয়া হবে।’