চট্টগ্রামে মাদক মামলায় মোছাম্মৎ নূর তাজ নামের এক রোহিঙ্গা নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আরও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা রোববার এই রায় ঘোষণা করেন।
২৮ বছর বয়সী মোছাম্মৎ নূর তাজ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো.ইদ্রিসের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশন এলাকায় ১০ হাজার ইয়াবাসহ ওই নারী ও এক শিশুকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের করা মামলায় পরের বছরের ফেব্রুয়ারিতে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। গত বছরের ৫ জানুয়ারি আসামির বিচার শুরু করার নির্দেশ দেয় আদালত।
বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘এ মামলায় অভিযুক্ত কিশোরের বিচার শিশু আদালতে চলমান। আর বিচার প্রক্রিয়া শেষে ওই নারীর বিরুদ্ধে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর রোববার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না, জামিনে বের হয়ে এখন পলাতক রয়েছেন তিনি।’