দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার খবরে পাবনায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই অভিনন্দন বার্তা দিয়েছেন।
আর কোনো প্রার্থী না থাকায় এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুপ্পুই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তার রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাড়তে থাকে নেতা-কর্মীদের ভিড়। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক পথচারী ও রিকশাচালকদের মিষ্টি মুখ করান। বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা বের করে। এ বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম বলেন, সাহাবুদ্দিন চুপ্পু আমাদের অহংকার ও গর্বের। তিনি একজন নিরহংকার ও সজ্জন মানুষ। এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়ায় আমরা খুব আনন্দিত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে সিদ্ধান্তটি নিয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। এমন সংবাদে শুধু আমরাই নয়, পুরো পাবনাবাসী আনন্দিত।
সাহাবুদ্দিন চুপ্পুর বাল্যবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি বলেন, তার এই প্রাপ্তি আমার জীবনের সেরা আনন্দ। এর চেয়ে খুশি কোনোদিন হইনি। ওর এই অর্জনে বন্ধু হিসেবে ও পাবনাবাসী হিসেবে আমি গর্বিত।
মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান স্বপন বলেন, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বৃহত্তর পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এমন ব্যক্তিকে রাষ্ট্রপতির মতো দায়িত্বশীল পদে দেয়ায় আমরা আনন্দিত।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, খবরটি জানার পর আমরা অনেকটাই অবেগ আপ্লুত। এটি পুরো জেলাবাসীর প্রাপ্তি।