বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর বললে বিএনপির চৌদ্দগোষ্ঠী দেশে থাকতে পারবে না: শামীম ওসমান

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:২৯

‘আমি জানি আমার কতটুকু ক্ষমতা। পুলিশ-পালিশ সব বাদ দেন, যদি বলি ধর তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠী কেউ থাকতে পারবে না। বয়স হয়েছে তাই বিচার ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে। আপনারা যা কিছু করেছেন মাফ চান মানুষের কাছে। ’

বিএনপির উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘পুলিশ-পালিশ সব বাদ দেন, যদি বলি ধর তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠীর কেউ এ দেশে থাকতে পারবে না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তির সমাবেশ তিনি এ কথা বলেন ।

শামীম ওসমান বলেন, ‘আপনারা মারামারি কাটাকাটি করেন আমরাও তো মানুষ। একবার যদি অতীতের কথা মনে পড়ে যায়- আমাদের ঘরে ধুইক্কা মারছেন, বাড়িঘরে হামলা করছেন, আমাাগো লোকজনকে গুলি করে রাস্তার ফেলে রাখছেন।

‘আমি জানি আমার কতটুকু ক্ষমতা। পুলিশ-পালিশ সব বাদ দেন, যদি বলি ধর তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠীর কেউ এ দেশে থাকতে পারবে না। বয়স হয়েছে তাই বিচার ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে। আপনারা যা কিছু করেছেন মাফ চান মানুষের কাছে। ’

বিএনপি নেতাদের সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আরও বলেন, ‘আপনাদের দুইটি গ্রুপ হয়ে গেছে, একটি আম্মা গ্রুপ অন্যটি ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায় আর ভাইয়া গ্রুপ নির্বাচন করতে চান না। লন্ডনে বসে ২০২৮ সালের স্বপ্ন দেখেন, তাই উনি অতীতের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির থেকেও ভয়ঙ্কর কিছু সৃষ্টি করতে চাইছে। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য গেম চলছে।’

শামীম ওসমান বলেন, ‘বিএনপি নির্বাচন করার জন্য কাজ করছে না। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, তারা প্রয়োজনে তাদের দলের সিনিয়র নেতাদেরকে হত্যা করবে। তারা যেকোনো পন্থায় লাশ চাচ্ছে। তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বন্ধ করতে চায়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে তারেক জিয়ারা ২১ আগষ্টের ঘটনা ঘটিয়েছে। তাদের সময় আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই। আমরা তো ক্ষমতায় আছি ১৪ বছর, কিন্তু আমরা তো কাউকে আঘাত করিনি। কাউকে মারিনি, মিথ্যা মামলা করিনি।’

বর্তমান সরকারের নানা উন্নয়ন তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে তার বাবার স্বপ্ন পূরণ করা। বাংলাদেশ এখন পৃথিবীতে মাথা উঁচু করে দাড়িয়েছে। বাংলাদেশকে আজকে কেউ অবজ্ঞা করতে পারে না। আপনারা আজকের তারিখ মনে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম শেখ হাসিনাই আগামী দিনের প্রধানমন্ত্রী থাকবেন। আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে।’

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল, সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নানসহ স্থানীয় নেতারা।

এ বিভাগের আরো খবর