বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুড়ি ওড়াতে গিয়ে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩৪

শিশুটির বাবা রুহুল আমিন বলেন, ‘দুপুরে খাওয়া-দাওয়া শেষে ঘুড়ি নিয়ে একাকী বাসার সাত তলার ছাদে উঠে যায় আদিব। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতা বশত আমার বাবুটা নিচে পড়ে যায়।’

সাত তলাবিশিষ্ট ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নিচে পড়ে সালমান আদিব নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর খিলখেত নামাপাড়া বোর্ড ঘাট এলাকায় শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে।

শিশুটির বাবা রুহুল আমিন বলেন, ‘দুপুরে খাওয়া-দাওয়া করে আদিবের ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু শুক্রবার স্কুল বন্ধ থাকায় সে একাকী ঘুড়ি নিয়ে বাসার সাত তলার ছাদে উঠে যায়। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতা বশত আমার বাবু নিচে পড়ে যায়। পরে আমরা ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে রাত সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, আদিব স্থানীয় আলমানার স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়তো। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়। গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর