বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবরস্থ করা নয়, ফি বেড়েছে সংরক্ষণের: আতিক

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১৮

ডিএনসিসি মেয়র বলেন, ‘প্রতিনিয়ত বিপুলসংখ্যক আবেদন আসে কবর সংরক্ষণের জন্য। এভাবে কবর সংরক্ষণ করা হলে কবর দেয়ার জায়গা কমে যাবে। আশা করছি ফি বৃদ্ধির কারণে কবর সংরক্ষণের আবেদন অনেকটা কমে আসবে। আর তাহলে সাধারণ মানুষ স্বজনদের কবরস্থ করার সুযোগ পাবে।’

কবর দেয়ার ফি বাড়ানো হয়নি। বরং কবর সংরক্ষণকে নিরুৎসাহিত করতে কবর সংরক্ষণ ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম শুক্রবার রাজধানীর উত্তরায় ডিএনসিসির উন্নয়নকৃত উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিনিয়ত বিপুলসংখ্যক আবেদন আসে কবর সংরক্ষণের জন্য। এভাবে কবর সংরক্ষণ করা হলে কবর দেয়ার জায়গা কমে যাবে। আশা করছি ফি বৃদ্ধির কারণে কবর সংরক্ষণের আবেদন অনেকটা কমে আসবে। আর তাহলে সাধারণ মানুষ তাদের স্বজনদের কবর দেয়ার সুযোগ পাবে।’

ডিএনসিসির কবরস্থানে জনগণ সীমিত ফি-তে দাফনের সুযোগ পাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, ‘ডিএনসিসির আওতাধীন কবরস্থানে প্রতিটি মরদেহ দাফন বাবদ রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০০ টাকা এবং দুস্থ, অসহায় ও বিত্তহীন পরিবারের ক্ষেত্রে তা মাত্র ১০০ টাকা। কেউ ন্যূনতম এই টাকাটা দিতে অপারগ হলে তার জন্য বিনামূল্যে দাফনের সুযোগ রয়েছে।’

ডিএনসিসির আওতাধীন কবরগুলোর ডিজিটাল ডাটাবেজ তৈরির ঘোষণা দেন মেয়র আতিকুল।

২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া ১ দশমিক ২২৮ একর আয়তনের উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানটির উন্নয়ন কাজের ব্যয় হয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকা। এখানে মোট কবরের সংখ্যা ৫ হাজার ৮টি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম।

এ বিভাগের আরো খবর