বাড্ডা থানার এসআই নওশাদ আলী বলেন, ‘ভাওয়ালী পাড়া এলাকা থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।’
বাড্ডায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তর বাড্ডার সাতারকুল রোড দাদার বাজার ভাওয়ালী পাড়া এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ আলী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভাওয়ালী পাড়া এলাকা থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
‘তাৎক্ষণিকভাবে ভিকটিমের নাম-পরিচয় জানা যায়নি। আমরা সিআইডিকে খবর দিয়েছি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’