রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক কিশোরী মারা গেছে।
নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডে ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আহত হন তিনি। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ১৮ বছর বয়সী খাদিজা খাতুন তানোর থানার চন্দন কৌটার এলাকার মো. খালেকের মেয়ে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খাদিজা মোটরসাইকেলের আরোহী ছিলেন। সকালে গ্রেটার রোড এলাকায় তাদের মোটরসাইকেলে ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন খাদিজা।
‘স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে, চালককেও আটক করা হয়েছে বলে জানান ওসি।