ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘হুমায়ুন কবির এ থানায় কর্মরত ছিলেন। কক্ষে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তার আত্মহত্যা করার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’
ময়মনসিংহ ভালুকা মডেল থানার ভেতর থেকে হুমায়ুন কবির নামে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানার দুতলার (ব্যারাক) একটি কক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় বুধবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হুমায়ুন কবির এ থানায় কর্মরত ছিলেন। কক্ষে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তার আত্মহত্যা করার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’