জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বই ‘নারী সত্তার অন্বেষণে’ এসেছে একুশের বইমেলায়।
বইটি ছাপা হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । ঐতিহ্যের স্টল নম্বর ২২-এ পাওয়া যাচ্ছে এই গবেষণামূলক গ্রন্থ। বইটির মূল্য ৩৭০ টাকা, তবে বইমেলায় এটি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে।
ঢাকা শহরের মধ্যবিত্ত নারীর সত্তা নির্মাণ ও পুনর্নির্মাণ প্রক্রিয়াকে লিঙ্গীয় সর্ম্পক-নারী শরীর, যৌনতা, মাতৃত্ব, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্পর্ক এবং মধ্যবিত্তের চৈতন্য কীভাবে নারীকে তার সত্তা গঠনে সক্রিয় করে তোলে সেটি বিশ্লেষণের মাধ্যমে এই বইতে তুলে ধরা হয়েছে।
লেখকের মূল যুক্তি হলো, নারীর আত্ম-গঠন একটি জটিল এবং চলমান প্রক্রিয়া যা সমাজের মনোভাব, নিয়ম এবং প্রত্যাশা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। স্নিগ্ধা রেজওয়ানার বইটি নারী অধ্যয়ন এবং জেন্ডার স্টাডির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান।
২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়া স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীতে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ঢাকা শহরের ‘হিজড়া’ সম্প্রদায়। নারীবাদ, লিঙ্গ বৈচিত্র্য, শরীর এবং যৌনতা, পৌরুষ এবং পুরষত্বসহ সামাজিক নৃবিজ্ঞানের অপরাপর বিষয় নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন গবেষণা পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। নারীসত্তার অন্বেষণ তার প্রথম প্রকাশিত গ্রন্থ।