গোপালগঞ্জে সড়ক থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়কের ওপর থেকে বুধবার ভোরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ বছর বয়সী মেহেদী হাসান সাগর ওই একই এলাকার বাসিন্দা।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ‘মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদীর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।