মাদারীপুরে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ঘর থেকে ৯ হাজার পাঁচশটি ইয়াবা উদ্ধার করা হয়।
সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসি বেগম ওই এলাকার লুৎফর মাতুব্বরের স্ত্রী।
মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসব্রিফিং করে এসব তথ্য জানায়।
ব্রিফিংয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসি বেগম ও তার ছেলে সাদ্দাম মাতুব্বর ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদদের ভিত্তিতে সদর উপজেলার ঘটকচর এলাকার লুৎফর মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় অভিযান চালিয়ে ঘরে লুকিয়ে রাখা ৯৫০০টি ইয়াবা জব্দ করে হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় তার ছেলে সাদ্দাম মাতুব্বর।
মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, হাসি বেগম ও তার ছেলে দীর্ঘদিন ধরে ঘটকচর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।