বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

  • প্রতিনিধি, গাজীপুর   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৪২

একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন ওই নারী। দুই মাস আগে তিনি চাকরি হারান। গত ৪ ফেব্রুয়ারি সকালে ওই নারী চাকরির সন্ধানে বের হয়ে ভাবানীপুর এলাকার একটি কারখানায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং  এ ঘটনার ভিডিও ধারণ করেন।

গাজীপুর সদর থানাধীন গজারিয়া এলাকায় এক নারীকে (৪১) সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সদর থানার গাজারিয়া এলাকার কবির হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন ওরফে অপু (৩২), ময়মনসিংহের ফুলপুর থানার ডিউর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হৃদয় মিয়া (২০) ও একই জেলার ত্রিশাল উপজেলার বিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৮)।

পুলিশের ভাষ্য, একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন ওই নারী। দুই মাস আগে তিনি চাকরি হারান। গত ৪ ফেব্রুয়ারি সকালে ওই নারী চাকরির সন্ধানে বের হয়ে ভাবানীপুর এলাকার একটি কারখানায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং এ ঘটনার ভিডিও ধারণ করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে সোমবার দিনগত রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুঠোফোনেও ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর