বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চুরির’ দায়ে শিশুদের চুল কেটে দিলেন পৌরসভার মেয়র

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৫৮

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে মেয়র তার লোকজন নিয়ে বাড়ি থেকে তিন শিশুকে ধরে এনে হাত দুই ঘণ্টা আটকে রেখে মারধর করেন। এসময় শিশুদের পরিবারের লোকজন আকুতি-মিনতি করলেও তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। পরে রামচন্দ্রী বাস স্ট্যান্ডে এনে দুই শিশুর মাথার চুল কেটে দেন মেয়র।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাট-বল্টু চুরির অভিযোগে তিন শিশুকে হাত বেঁধে মারধর করে এলাকা ঘোরানোর পর দুই শিশুর চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার।

উপজেলার রামচন্দ্রদী এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।

নির্যাতনের শিকার শিশুরা হলেন- রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বায়েজিদ আলম (১০), রিকশা চালক হাসান মিয়ার ছেলে সিয়াম (৯) ও রমজান মিয়ার ছেলে আফরীদ (৯)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে মেয়র বাড়ি থেকে তিন শিশুকে ধরে এনে হাত দুই ঘণ্টা আটকে রেখে মারধর করেন। এসময় শিশুদের পরিবারের লোকজন আকুতি-মিনতি করলেও তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেননি। পরে রামচন্দ্রী বাসস্ট্যান্ডে এনে দুই শিশুর মাথার চুল কেটে দেন মেয়র।

তিন শিশুরকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার বলেন, ‘আমার মালপত্র চুরি হয়েছে। ওরা চোর। অতীতেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি। তাছাড়া ওরা মাদ্রাসায় পড়ে। ওদের চুল বড় বড় তাই কেটে দিয়েছি।’

মেয়র আরও বলেন, ‘আমার ৪-৫ লাখ টাকার মালামাল চুরি করে আবার আমার নামেই বিচার দিচ্ছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরল হাফিস বলেন,‘ঘটনাটি জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে তদন্ত করতে বলেছি। তদন্তর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর