নারায়ণগঞ্জে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফকির অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিষ্টিয়ানা। এ সময় তিনি সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
ঢাকা সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিষ্টিয়ানা সফরের প্রথম দিনে তিনি সোমবার দুপুরে ফতুল্লার ওই কারখানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে মাথিল্ডের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
তাদেরকে নিয়ে কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন রাবি মাথিল্ডে। কারখানায় কর্মরত নারীদের সঙ্গে কথা বলা শেষে তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কর্ম পরিবেশ নিয়ে তার সন্তুষ্টির কথা জানান। পরে রানিকে টি-শার্ট উপহার দেন নারী পোশাক শ্রমিকরা।
নিট তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে রানি এখানে কারখানার পরির্দশনে অনেক নারীদের সঙ্গে কথা বলেছেন। নারীরা এখন অনেক এগিয়ে গেছে সে বার্তা পেয়েছেন রানি।
ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির মনিরুজ্জামান বলেন, ‘আমরা রানিকে দেখিয়েছি কীভাবে কারখানাগুলো চলে। আমাদের আশা হলো তিনি যা দেখেছেন তা ইউরোপীয় ইউনিনের দেশগুলোর সঙ্গে শেয়ার করবেন। আমাদের কারখানায় নারীদের কর্মপরিবেশসহ নানা দিক দেখে রানি প্রশংসা করেছেন।