বরিশালের আগৈলঝাড়া থেকে বিধান মজুমদার (৭০) নামের এক ব্যক্তি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রাম সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বিধান বড় বাশাইল গ্রামের সতীশ চন্দ্র মজুমদারের ছেলে। তার ছয় মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিধান মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ছয় মাস ধরে অসুস্থ ছিলেন। এসময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই যন্ত্রনা থেকে রক্ষা পেতে রোববার রাতে তিনি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সৎকার করার জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।