প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।
তিন ফসলি জমিতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, ‘তিন ফসলি জমিতে উন্নয়ন প্রকল্প নেয়ার বিভিন্ন আবেদন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তিন ফসলি জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প নেয়া যাবে না।’
মাহবুব হোসেন বলেন, ‘আমরা বিষয়টি সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেব এবং এখন থেকে এটি নিয়মিত মনিটর করব।’