বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৭

সোনাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ‘আমি ভিক্টিমের সাথে কথা বলতে পারিনি, তবে যতটুকু জেনেছি, কর্মস্থলে যাওয়ার পথে ওই শ্রমিক ও তার স্ত্রীকে নিজের অফিসে নিয়ে যান অভিযুক্ত ইউপি সদস্য ৷ সেখানে ওই শ্রমিকের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাছড়ি ইউনিয়নে এক পোশাক শ্রমিককে বেঁধে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাহেদ সুলতান চৌধুরী রবিন নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার ভোরে উপজেলার ছোট দারোগারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ সুলতান চৌধুরী রবিন সীতাকুণ্ডের সোনাছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

সোনাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, ‘আমি ভিক্টিমের সাথে কথা বলতে পারিনি, তবে যতটুকু জেনেছি, কর্মস্থলে যাওয়ার পথে ওই শ্রমিক ও তার স্ত্রীকে নিজের অফিসে নিয়ে যান অভিযুক্ত ইউপি সদস্য ৷ সেখানে ওই শ্রমিকের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এসময় অভিযুক্তরা পালিয়ে যায়।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন,‘স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।’

এ বিভাগের আরো খবর