বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাঙ্গাইলে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত

  • প্রতিনিধি, টাঙ্গাইল    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৫১

গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে এমপি সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন।

উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিকরা হলেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ।

হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ জানান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করার জন্য আলমনগর যাচ্ছিলেন। সেসময় অতর্কিত হামলা চালানো হয়। সাংবাদিকরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণ করে।ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুইটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়া হয়েছে।

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ভূঞাপুরের মেয়রের এইভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে।

এ বিভাগের আরো খবর