ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় এক বাইক আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হাজির বাজার এলাকায় কনজুমার মিলের বিপরীতে রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী নিহত রাকিব হাসান ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. মাইনুদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, বাইকে দ্রুত গতিতে ভালুকা পৌর এলাকার দিকে যাচ্ছিল রাকিব। রাত ৯টার দিকে কনজুমার মিল পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়ে রাকিব। এ সময় দ্রুত গতির একটি ট্রাক রাকিবকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় অন্য বাইকে থাকা দুইজন। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।