সংসদ বর্জন ও পদত্যাগের মতো অপরাজনীতি বিএনপি না করলে বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও উন্নতি হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সমসাময়িক বিষয় নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র হুমকির সম্মুখীন বলে বিএনপি নেতারা যখন বক্তব্য দিচ্ছেন, ঠিক তখনই বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে।
মন্ত্রী বলেন, তারা যে বক্তব্য রাখেন, তা মিথ্যা ও অসাড়। বিএনপির অপরাজনীতি না থাকলে, সংসদ বর্জন না করলে, সংসদ থেকে পদত্যাগ না করলে বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও উন্নতি হতো।
গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। এখন এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গত বৃহস্পতিবার ‘গণতন্ত্র সূচক ২০২২’ প্রকাশ করেছে।